প্রতিষ্ঠানের ইতিহাস

image-not-found

২০১৩ সালে প্রতিষ্ঠিত লিটল ফ্লাওয়ার একাডেমী এর ধারাবাহিক সাফল্যে এলাকাবসীর দাবী ও শিক্ষার্থীদের চাহিদার প্রেক্ষিতে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত করা হয়েছে। এই প্রতিষ্ঠানটি বর্তমানে চাঁদপুর জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। এটি প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীদের ও সর্বোপরি এলাকাবাসীর সমন্বিত প্রচেষ্টার ফল। এলাকাবাসীর সেবার মনোভাব নিয়ে মান সম্পন্ন শিক্ষা প্রসারে এবং কৃতিত্বপূর্ণ ফল অর্জন করে এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে একটি স্থান করে নিয়েছে। প্রতিষ্ঠানের সার্বিক ক্ষেত্রে সফলতার জন্য মানুষের মাঝে এক ধরনের চাহিদা সৃষ্টি হওয়ায় তাঁরা তাঁদের কোমলমতি ছেলে মেয়েদের এই প্রতিষ্ঠানে পড়াশুনা করাতে যথেষ্ট আগ্রহী হয়ে উঠেছেন। প্রতিষ্ঠানের সাফল্যে অভিভাকগণের মধ্যে ইতিবাচক প্রভাব ছাড়াও বিভিন্ন পর্যায়ে বেশ প্রসংশনীয় অবদান রাখছে। সবকিছুর মূলে রয়েছে প্রতিষ্ঠানের অটুট শৃঙ্খলা, শিক্ষকগণের একাগ্রতা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণের মধ্যে সমন্বয় সাধন। শিক্ষার্থীদেরকে উপযুক্তভাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদের রয়েছে বিরামহীন চেষ্টা ও পরিকল্পনা।

অধ্যক্ষের বাণী

image-not-found

আস্সালামুয়ালাইকুম ।
২০১৪ সাল থেকে দীর্ঘ ১১ বছরে সুশিক্ষার সুবাতাস বহন করে আসছে লিটল ফ্লাওয়ার একাডেমী । নানা ঘাত - প্রতিঘাতের মধ্যে থেকেও আমরা প্রতি নিয়ত চেষ্টা করেছি আপনাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে । আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে আমারা নিরলস চেষ্টা করে যাচ্ছি । “ লিটল ফ্লাওয়ার একাডেমী “ - তে বাংলা ও ইংরেজী শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রতি সমান আলোকপাত করা হয় । আমাদের রয়েছে এক ঝাঁক তরুন ও মেধাবী শিক্ষকমন্ডলী । যাদের আপ্রাণ চেষ্টার মাধ্যমে আজ আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে এবং নিজেকে জ্ঞানের আলোয় আলোকিত করছে । আপনার সন্তানের নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা লিটল ফ্লাওয়ার একাডেমীর প্রতিটা ইঞ্চি জায়গা ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরার ) আওতাধীন করেছি । আমরা আপনার আদরের সোনামনির পাঠ্যক্রমকে আনন্দদায়ক করার জন্য বিদ্যালয়ে বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছি । আমরা আপনার সন্তানের ভবিষ্যত গড়তে ও আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে বদ্ধ পরিকর ।

সভাপতির বাণী

image-not-found

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু.......!!!
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ সে জন্য দরকার সঠিক শিক্ষা উপযুক্ত পরিবেশ দক্ষ শিক্ষক সচেতন অভিভাবক ও উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠান । সেই লক্ষ নিয়েই শিক্ষানুরাগী ব্যক্তি বর্গের উৎসাহ ও অনুপেরনায় লিটল ফ্লাওয়ার একাডেমী ১০০% শিক্ষা দানের দৃড় প্রত্যয় নিয়ে এর প্রয়াস আমরা যুগের চাহিদা কে সঙ্গে নিয়েই সময় উপযোগী সৃজনশীল সিলেবাস প্রনয়নের মাধ্যমে আপনার কোমলমতী সন্তানকে যোগ্য হিসেবে গড়ে তুলতে সংকল্প । আমরা আপনাদের সকলের আন্তরিক সহযোগীতা ও দোয়া কামনা করছি ।

  • https://zonanovel.net/
  • https://cephalexin2020.com/
  • https://app.empiredevelopment.ae/tests/
  • https://staging.empiredevelopment.ae/menu-logistic/
  • https://staging.empiredevelopment.ae/about-privacy/
  • https://bizwaveconsultancy.com/services/
  • https://orimarkproperties.com/merlin-x/
  • https://jingjaicentralchiangmai.com/news/
  • https://jingjaicentralchiangmai.com/revolution/
  • https://jingjaicentralchiangmai.com/contact
  • https://www.jingjaicentralchiangmai.com/public/news/
  • https://rentmatedemo.rprocrm.com/index.php
  • https://surgicalsolx.com/menus/
  • https://jdih.katingankab.go.id/storage/menus
  • https://sipambelum.katingankab.go.id/storage/menus